¡Sorpréndeme!

‘মা হাসিনা ভাত দে, কাপড় দে নইলে একটু বিষ দে’ | Jagonews24.com

2021-06-15 4 Dailymotion

মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া পরিশোধসহ ১১ দফা দাবিতে ভুখা মিছিল করেছেন নরসিংদীর ইউএমসি জুট মিলের শ্রমিকরা। সোমবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে ইউএমসি জুটমিলের প্রধান ফটক থেকে মিছিলটি বের করা হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মিল গেটে গিয়ে মিছিলটি শেষ হয়। রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের ডাকে সারাদেশে এ কর্মসূচি পালিত হচ্ছে।

বিস্তারিত পড়তে ক্লিক করুন - https://www.jagonews24.com/country/news/541907